প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিমাসেই প্রকাশিত হয়। বিসিএস প্রিলি প্রস্তুতি নিতে কোটি মানুষের প্রথম পছন্দ কারেন্ট অ্যাফেয়ার্স। সাম্প্রতিক সাধারন জ্ঞান সহ অন্যান্য বিষয়াবলী নিয়ে প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স হলো চাকরি প্রত্যাশী ছাত্র ছাত্রীদের প্রস্তুতি নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
#চলতি _অক্টোবর_মাসের
কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ১০০টি প্রশ্নোত্তর
০১|| বর্তমানে বাংলাদেশের স্বাক্ষরতার হার কত?
উত্তর →®→৭২.৯%(৮ সেপ্টেম্বর ২০১৮)
০২|| বিশ্বের সর্ববৃহৎ মসজিদ কোনটি?
উত্তর →®→মসজিদুল হারাম,২য় মসজিদে নববী,
৩য় আলজেরিয়া গ্র্যান্ড মসজিদটি।
০৩|| মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৮ এর শীর্ষ,সর্বনিম্ন ও বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর →®→শীর্ষ নরওয়ে,সর্বনিম্নে নাইজার।বাংলাদেশ ১৩৬তম।
০৪|| গড় আয়ুতে শীর্ষ,সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর →®→জাপান,সিয়েরা লিওন।
০৫|| বিশ্ব জনসংখ্যা কত?
উত্তর →®→৭৫৫.০৩ কোটি, বৃদ্ধির হার ১.১%
০৬|| মাথাপিছু আয়ে শীর্ষ ও সর্বনিম্ন দেশের নাম কী?
উত্তর →®→কাতার, সর্বনিম্ন-মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
০৭|| সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর →®→মালদ্বীপ
০৮|| সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর →®→মালদ্বীপ
০৯|| GDP’র চূড়ান্ত হিসাব ২০১৭-১৮ অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত মা.ড. ও প্রবৃদ্ধির হার কত?
উত্তর →®→১৭৫১ মা.ড. প্রবৃদ্ধির হার ৭.৮৬%
১০|| ২০১৮ সালে ১২তম সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর →®→মালদ্বীপ(৩/২ গোলে)
২০২০ সালে ত্রয়োদশ সাফ ফুটবল
১১|| ২০২০ সালে ত্রয়োদশ সাফ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর →®→পাকিস্তানে।
১২|| বাংলাদেশে মোট মেট্রোপলিটন থানা কতটি?
উত্তর →®→১১০টি।
১৩|| বর্তমানে দেশে সরকারি MBBS মেডিকেল কলেজ কতটি?
উত্তর →®→৩৬টি
১৪|| বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর →®→৪৩টি(৪৩তম খুলনা কৃষি বিশ্ববি.)
১৫|| বর্তমানে দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর →®→৫টি(৫তম খুলনা কৃষি বিশ্ববি.)
১৬|| আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮ আইন পাশ হয় কবে?
উত্তর →®→১৯ সেপ্টেম্বর ২০১৮।
১৭|| পাকিস্তানের ১৩তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর →®→আরিফুর রেহমান আলভি।
১৮|| অস্ট্রেলিয়ার ৩০তম ও বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর →®→স্কট মরিসন
১৯|| বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যের নাম কী?
উত্তর →®→Statue of Unity(ঐক্যে ভাস্কর্য)-৫৫৭ফুট ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লৌহমানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মান প্রদর্শনে।
২০|| বিশ্বের কোন দেশ প্রথম Electromagnetic রকেট উদ্ভাবন করে?
উত্তর →®→ চীন
২১|| মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর →®→ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।
২২|| এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর →®→৬৮টি(৬৮তম সুদান)
২৩|| ICSID’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর →®→১৫৪টি(১৫৪তম মেক্সিকো)
২৪|| “নয়া চীন ভ্রমণ,স্মৃতিকথা ও আগড়তলা ষড়যন্ত্র মামলা বইগুলোর লেখক কে?
উত্তর →®→বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৫|| অনুপ্রেরণা ১৯”কী?
উত্তর →®→গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিতব্য স্মারক ভাস্কর্য।
কেন কারেন্ট অ্যাফেয়ার্স এতটা জনপ্রিয়?
বিসিএস , প্রাইমারী শিক্ষক নিয়োগ, সরকারি সকল চাকরির নিয়োগ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পড়ে। কারেন্ট অ্যাফেয়ার্স এর সাধারন জ্ঞানের ভাণ্ডার মেধাবী ছাত্রছাত্রীরা সবসময় পড়ে।
২৬|| “সাঁওতাল রমণী”কার বিখ্যাত চিত্রকর্ম?
উত্তর →®→শিল্পাচার্য জয়নুল আবেদিনের।
২৭|| ৫ সেপ্টেম্বর ২০১৮ দেশের বিমানবহরে যুক্ত বিমানটির নাম কী?
উত্তর →®→ আকাশবীণা
২৮|| বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর →®→ মার্কিন যুক্তরাষ্ট্র(১৯৭৩ সালের পর এবারই প্রথম শীর্ষস্থান দখল করে)
২৯|| পঞ্চম BIMSTEC সম্মেলন কোন দেশে হবে?
উত্তর →®→শ্রীলংকায়
৩০|| সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর →®→মুনতাজ মুসা আবদুল্লাহ
বিশ্বের প্রথম ভাসমান
৩১|| বিশ্বের প্রথম ভাসমান দুগ্ধখামার কোন দেশে অবস্থিত?
উত্তর →®→নেদারল্যান্ডে।
৩২|| কিসমিস উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর →®→তুরস্ক
৩৩| জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনের সভাপতি কে?
উত্তর →®→ মারিয়া ফার্নান্দো এস্পিনোসা গারসেস,ইকুয়েডর।
৩৪|| সম্প্রতি গহিন পাহাড়ে খোঁজে পাওয়া “তিনাম ঝরনা”কোথায় অবস্থিত?
উত্তর →®→আলীকদম, বান্দরবানে।
৩৫|| সেপ্টেম্ববরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেন?
উত্তর →®→ IPS(International Achievement Award এবং Special Recognition for Outstanding Leadership Award”।
৩৬ ||বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকাশিত কতটি ভাষণের মুখবন্ধ(ভূমিকা)
লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
উত্তর →®→১০০টি ভাষণের সমন্বয়ে প্রকাশিত গ্রন্থ।
৩৭|| বঙ্গবন্ধুর জীবনীর উপর কোন বিখ্যাত ভারতীয় পরিচালক ও চিত্রনাট্যকার চলচ্চিতার নির্মাণ করবে?
উত্তর →®→শ্যাম বেনেগাল
(সে ইতঃপূর্বে নেতাজি সুভাষ চন্দ্র বসুর উপর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছে)
৩৮|| বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ কোন ৩টি বই প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে?
উত্তর →®→নয়া চীন ভ্রমণ
উত্তর →®→আগরতলা ষড়যন্ত্র মামলা
উত্তর →®→স্মৃতিকথা
৩৯|| ২০১৯ সালে নয়া চীন ভ্রমণ বইটি প্রকাশ করবে কোন প্রতিষ্ঠান?
উত্তর →®→বাংলা একাডেমি।
৪০|| ঢাকায় নতুন পরবর্তী মার্কিন রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর →®→আল রবার্ট মিলার।
বেলারুশ ও সুদানের বর্তমান প্রধানমন্ত্রী
৪১|| বেলারুশ ও সুদানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর →®→স্যারহে রুমাস ও মুসা আব্দুল্লাহ
৪২|| হাইতির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর →®→জ্যাঁ হেনরি সিয়ান্ট(১৭ সেপ্টে.২০১৮)
৪৩|| আন্তর্জাতিক গণতন্ত্র ও বিশ্ব ফুসফুস দিবস কবে?
উত্তর →®→১৫ সেপ্টে. ও ২৫ সেপ্টেম্বরে।
৪৪|| বিশ্ব পর্যটন দিবস কবে?
উত্তর →®→২৭ সেপ্টেম্বরে।
৪৫|| “A Broken Deam” বইটির লেখক কে?
উত্তর →®→সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা(এস কে সিনহা)
৪৬|| ৩৭জন বাঙালি কবির প্রায় সাড়ে তিনশ কবিতা নিয়ে প্রকাশিত বইয়ের নাম কী?
উত্তর →®→Under the Blue Roof.
প্রকাশ করে অনলাইন গ্রন্থ বিক্রেতা আমাজন
৪৭|| বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর →®→Sputnik-1
(মহাকাশে পাঠায় রাশিয়া ৪ অক্টো-১৯৫৭ সালে)
৪৮|| ওয়েবসাইট ভিত্তিক গোপন তথ্য প্রচার মাধ্যম উইকলিকস কত সালে যাত্রা করে?
উত্তর →®→৪ অক্টোবর ২০০৬
৪৯|| বিশ্বের সেরা শীর্ষ বন্দরের নাম কী?
উত্তর →®→সাংহাই,চীন।
৫০|| বিশ্বে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কততম?
উত্তর →®→৭০তম
কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ফ্রি ডাউনলোড
৫১|| বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি “তালাক”দেয়?
উত্তর →®→বরিশালে(কম চট্টগ্রাম ও সিলেট)
৫২|| দেশের কত শতাংশ মানুষ মনে করে টাকা না দিলে চাকরি হয় না?
উত্তর →®→৮৯%
৫৩|| “মানব পুঁজিতে”শীর্ষ দেশ কোনটি?
উত্তর →®→ফিনল্যান্ড(সর্বনিম্ন- নাইজার)
৫৪|| “মানব পুঁজিতে”বাংলাদেশ কততম?
উত্তর →®→১৬১তম।
৫৫|| ২৪ ফেব্রুয়ারি ২০১৯ এ বসবে অস্কার পুরস্কারের কততম আসর?
উত্তর →®→৯১তম
৫৬|| ২০১৮ সালে ফিফা বর্ষসেরা পুরস্কার লাভ করেন কে?
উত্তর →®→লুকা মডরিচ
৫৭|| বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
উত্তর →®→১১ মে ২০১৮
৫৮|| বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বে কততম দেশ হিসেবে বাংলাদেশ গৌরবের ভাগিদার হয়?
উত্তর →®→৫৭তম।
৫৯|| এশিয়ার অন্যতম বাণিজ্যিক শীর্ষ স্থানীয় স্যাটেলাইট কোম্পানির নাম কী?
উত্তর →®→থাইকম।
৬০|| দেশের প্রথম “Y”আকৃতির সেতুটি কোথায়?
উত্তর →®→কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায়।
(২০১৭-১৮)অর্থ বছরে
৬১|| (২০১৭-১৮)অর্থ বছরে দেশে প্রবৃদ্ধির হার কত?
উত্তর →®→৭.৮৬%।মাথাপিছু আয় ১৭৫১ মা.ক.ডলার।
৬২|| দেশের প্রথম পাঁচতারকা হোটেলের নাম কী?
উত্তর →®→ইন্টার কন্টিনেন্টাল(১৯৮৩-১১)পর্যন্ত শেরাটন,(২০১১-২০১৪)রূপসী বাংলা নাম ছিল।
৬৩|| বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কোনটি?
উত্তর →®→”ব-দ্বীপ পরিকল্পনা ২১০০”
৬৪|| পদ্মা,মেঘনা, সমুদ্রের ইলিশ নিয়ে কাজ করে কোন বিশ্ববিদ্যালয় ইলিশের জীবনরহস্য উন্মোচন করেন?
উত্তর →®→বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
৬৫|| বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন কে?
উত্তর →®→রিভা গাঙ্গুলি দাস
(বর্তমান হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার জায়গায় নিযুক্ত হবেন)
৬৬|| ICC(আন্তর্জাতিক অপরাধ আদালত) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর →®=> নেদারল্যান্ডের হেগ শহরে।
৬৭|| মিয়ানমারের সামরিক বাহিনির সর্বাধিনায়ক ও সেনাপ্রধান জেনারেল কে?
উত্তর →®=>মিন অং হ্লাইং
৬৮|| প্রথমবারের মতো কোন দেশের প্রধান সেনাপ্রধান ফেসবুক থেকে নিষিদ্ধ হয়?
উত্তর →®=>মিয়ানমারের মিন অং হ্লাইং
৬৯|| বিশ্বের অষ্টম পারমাণবিক শক্তিধর দেশের নাম কী?
উত্তর →®=>উত্তর কোরিয়া(৯ অক্টো.২০০৬)
৭০|| “Vostok 2018 বা প্রাচ্য ২০১৮”কী?
উত্তর →®=>রাশিয়া ও চীনের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সামরিক মহড়া।
মালদ্বীপের বর্তমান
৭১|| মালদ্বীপের বর্তমান ও ৭ম প্রেসিডেন্টের নাম কী?
উত্তর →®=>ইব্রাহিম মোহাম্মদ সোলিহ
৭২|| কারবালার যুদ্ধ হয়েছিল কত সালে?
উত্তর →®=> ১০অক্টো.৬৮০ সালে।
৭৩|| ইমরান খান পাকিস্তানের কততম প্রধানমন্ত্রী?
উত্তর →®=> ২২তম
(১৩তম প্রেসিডেন্ট আরিফুর রেহমান আলভি)
৭৪|| ইউরোপীয় ব্যাংক EBRD এর বর্তমান সদস্য কতটি?
উত্তর →®=>৬৯টি।
৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি এখান থেকে
৭৫|| এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
(AIIB) এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর →®=> ৬৮টি(সর্বশেষ সুদান)
৭৬|| BIMSTEC এর সদস্য দেশ কতটি?
উত্তর →®=>৭টি।
৭৭|| BIMSTEC কোন ধরনের জোট?
উত্তর →®=> অর্থনৈতিক জোট।
৭৮|| BIMSTEC এর সর্বশেষ বা ৪র্থ শীর্ষ সম্মেলন হয় কোন দেশে?
উত্তর →®=> নেপালের কাঠামান্ডুতে।
৭৯|| BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর →®=> শ্রীলংকার মাইথ্রিপালা সিরিসেনা।
৮০|| ভারতে কতটি বিমানবন্দর রয়েছে?
উত্তর →®=> ১০০টি(সর্বশেষ সিকিমের পাকইয়ং)
জাতিসংঘের প্রথম কৃষ্ণাঙ্গ
৮১|| জাতিসংঘের প্রথম কৃষ্ণাঙ্গ ও ৭ম মহাসচিব কে ছিলেন?
উত্তর →®=> ঘানার কফি আনান(২০০৭ সালে নোবেল পান)
৮২|| কফি আনানের একমাত্র আত্মজীবনীর নাম কী?
উত্তর →®=> A Life in War and Peace.
৮৩|| বঙ্গবন্ধু “জুলিও কুরি”পুরস্কার পান কবে?
উত্তর →®=>১০ অক্টোবর ১৯৭২ সালে।
৮৪|| বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর নির্মাণ করছে কোন দেশ?
উত্তর →®=> চীন।
৮৫|| বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য কোন দেশের?
উত্তর →®=>ভারতের(স্ট্যাচু অফ ইউনিটি)
৮৬|| কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে?
উত্তর →®=> ১৪৯২ সালের ১২ অক্টোবরে।
৮৭|| মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কত সালে “এক্সিকিউটিভ ম্যানসন”কে “হোয়াইট হাউজ”নামকরণ করেন?
উত্তর →®=>১২ অক্টোবর ১৯০১ সালে।
৮৮|| মানব উন্নয়ন সূচক ২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
উত্তর →®=>১৩৬তম(১ম নরওয়ে)
৮৯|| বিশ্বের সবচেয়ে অলস দেশ ও পরিশ্রমী দেশের নাম কী?
উত্তর →®=> কুয়েত – উগান্ডা
৯০|| দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে অলস ও পরিশ্রমী দেশ কোনটি?
উত্তর →®=>নেপাল, অলস ভারত।
বিশ্বে অতি ধনীর সংখ্যা
৯১|| বিশ্বে অতি ধনীর সংখ্যা দ্রুত বাড়ছে কোন দেশে?
উত্তর →®=> বাংলাদেশে(২৫০ কোটি টাকার উপরে যাদের সম্পদ তারাই অতিধনী)
৯২|| তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র কত সালে মারা যায়?
উত্তর →®=>১৩ অক্টোবর ২০০২ সালে।
৯৩|| পূর্ব বাংলার নাম পরিবর্তন করে কত সালে পূর্ব-পাকিস্তান রাখা হয়?
উত্তর →®=> ১৪অক্টোবর ১৯৫৫ সালে।
৯৪|| সেন্ট হেলেনা দীপে নেপোলিয়ানকে কত সালে নির্বাসন দেওয়া হয়?
উত্তর →®=> ১৫ অক্টোবর ১৮১৫ সালে।
৯৫|| “ফারসি বিপ্লবের মহানায়ক”বলা হয় কাকে?
উত্তর →®=>নেপোলিয়ান বোনাপার্টকে।
৯৬|| বস্ত্র রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ ২টির নাম কী?
উত্তর →®=> চীন ও যুক্তরাষ্ট্র।
৯৭|| বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর →®=> চতুর্থ।
৯৮|| পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ দুটির নাম কী?
উত্তর →®=> চীন ও যুক্তরাষ্ট্র।
৯৯|| পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর →®=> ২য়।
১০০|| বাংলাদেশের টেস্ট ভেন্যু কতটি?
উত্তর →®=> ৮টি(৮ম সিলেট আন্ত:স্টেডিয়াম)