সাধারণ জ্ঞান মডেল টেস্ট ( সাম্প্রতিক বিষয়ের আলোকে)
সাধারণ জ্ঞান মডেল টেস্ট ( সাম্প্রতিক বিষয়ের আলোকে) ,অনেক চাকরির খবর,রেসিপি দেখলেন। ভাবলাম একটু ভিন্নতা আনি। চলুন সাম্প্রতিক কিছু বিষয়ের উপর মডেল টেস্ট দেই। আপনাদের জন্য নিচের প্রশ্নগুলো। চাকরি ও বিসিএস পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সাধারণ জ্ঞান মডেল টেস্ট
সাধারণ জ্ঞান মডেল টেস্ট ( সাম্প্রতিক বিষয়ের আলোকে) দিয়ে ফেলুন চটপট। বুঝতে পারবেন আপনি কতদূর জানেন। বিভিন্ন প্রতিজোগিতা মূলক পরীক্ষায় আসার মত কিছু প্রশ্ন আপনাদের জন্য। চটপট উত্তর করুন আর কমেন্ট করুন।
প্রশ্নপত্র-
১- ডি-এল বা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির অন্যতম উদ্ভাবক টনি লুইস কবে মারা যান?।
ক. ৫ এপ্রিল ২০১৯ খ. ২৯ মার্চ ২০২০
গ. ৫ এপ্রিল ২০২০ ঘ. ১ এপ্রিল ২০২০
২- সম্প্রতি বাংলাদেশ যে দেশকে ‘সৈয়দপুর বিমানবন্দর’ ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে—
ক. মিয়ানমার খ. নেপাল
গ. ভারত ঘ. চীন
৩- সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ যে সংস্করণে প্রকাশ করা হয়েছে—
ক. হিন্দি ভাষা
খ. ইশারা ভাষা ও ব্রেইল লিখনবিধি
গ. তামিল ভাষা
ঘ. মান্দারিন ভাষা
৪- কোন দেশ বাংলাদেশের ‘ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে?
ক. ভারত খ. নেপাল
গ. নেদারল্যান্ডস ঘ. ভুটান
৫- কোন দেশে প্রথম বাংলাদেশের কোনো নাগরিক করোনাভাইরাসে সংক্রমিত হয়?
ক. চীন খ. সিঙ্গাপুর
গ. ইতালি ঘ. যুক্তরাষ্ট্র
৬- করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে শীর্ষে আছে কোন দেশ?
ক. যু্ক্তরাষ্ট্র খ. চীন
গ. ইতালি ঘ. ফ্রান্স
৭- দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট ‘কোপা আমেরিকা-২০২০’ কবে শুরু হওয়ার কথা রয়েছে?
ক. ২ মে ২০২০ খ. ৮ মে ২০২০
গ. ৫ জুন ২০২০ ঘ. ১২ জুন ২০২০
৮- ভাষাকন্যা ও প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ কবে মারা যান?
ক. ৯ এপ্রিল ২০২০
খ. ১২ এপ্রিল ২০২০
গ. ১০ এপ্রিল ২০১৯
ঘ. ২৯ মার্চ ১৯৯৬
৯- উইজডেনের ২০১৯ সালের ‘লিডিং ক্রিকেটার’ মনোনীত হয়েছেন কে?
ক. সাকিব আল হাসান খ. বেন স্টোকস
গ. মহেন্দ্র সিং ধোনি ঘ. বিরাট কোহলি
১০- উইজডেনের ২০১৯ সালে মেয়েদের ‘লিডিং ক্রিকেটার’ মনোনীত হয়েছেন—
ক. মিগনন দ্যু প্রিজ
খ. এলিস পেরি
গ. সানা মির
ঘ. সিসিলিয়া জয়াস
১১- বাংলাদেশের সংসদের ইতিহাসে সংক্ষিপ্ততম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২ জানুয়ারি ১৯৮৭
খ. ২৫ এপ্রিল ১৯৯৬
গ. ১৮ এপ্রিল ২০২০
ঘ. ২৭ মার্চ ২০২০
১২- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের ফাঁসি কবে কার্যকর হয়?
ক. ১৩ এপ্রিল খ. ১২ এপ্রিল
গ. ৭ এপ্রিল ঘ. ২৫ মার্চ
১৩- বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) কে?
ক. জাবেদ পাটোওয়ারী
খ. বেনজীর আহমেদ
গ. এ কে এম শহিদুল হক
ঘ. হাসান মাহমুদ খন্দকার
১৪- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশে করোনা রোগী প্রথম শনাক্ত হয়?
ক. ভারত খ. মালয়েশিয়া
গ. শ্রীলঙ্কা ঘ. নেপাল
১৫- করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে শীর্ষে আছে কোন দেশ?
ক. যু্ক্তরাষ্ট্র খ. চীন
গ. ইতালি ঘ. ফ্রান্স
১৬- ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কে?
ক. স্যার কিয়ের স্টারমার
খ. জেরেমি করবিন
গ. উইলিয়াম ডগলার
ঘ. স্যার উইলিয়াম স্টারমার
১৭- নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো কবে এই সংক্রমণে কোনো মৃত্যু ছাড়াই একটি দিন পার করেছে চীন?
ক. ২৭ মার্চ খ. ১ এপ্রিল
গ. ৬ এপ্রিল ঘ. ১০ এপ্রিল
১৮- করোনাভাইরাসের কারণে বিখ্যাত কোন পুরস্কার স্থগিত করা হয়েছে?
ক. বাংলা একাডেমি পুরস্কার
খ. স্বাধীনতা পুরস্কার
গ. অ্যাবেল পুরস্কার
ঘ. পুলিত্জার পুরস্কার
১৯- আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাম্প্রতিক তথ্য মতে, বিশ্বের শ্রমশক্তির কত শতাংশ বেকার বা কর্মহীন?
ক. ২৫ শতাংশ খ. ৩৭ শতাংশ
গ. ৭৩ শতাংশ ঘ. ৮১ শতাংশ
২০- করোনাভাইরাস বিশ্বজুড়ে কতজন মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দেবে বলে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম আশঙ্কা প্রকাশ করেছেন?
ক. ২ কোটি খ. ১৫ কোটি
গ. ৪৫ কোটি ঘ. ৫০ কোটি
উত্তর-
১. ঘ ২. খ ৩. খ ৪. গ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ ১০. খ ১১. ক ১২.গ ১৩. খ ১৪. ঘ ১৫ ক ১৭.গ ১৮. ঘ ১৯. ঘ ২০. ঘ
আরো মডেল টেস্ট হবে ,সুতরাং সাথেই থাকুন। ভুল থাকলে কমেন্টে জানাবেন। আপডেট আরো জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক,কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ