সেপ্টেম্বর মাসের মধ্যেই ৪১ তম বিসিএস সার্কুলার প্রকাশ করতে যাচ্ছে পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২১৩৫টি শূন্য ক্যাডার পদের চাহিদা পেয়েছে প্রতিষ্ঠানটি। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৪১তম বিসিএসের চাহিদা পেয়েছি। তবে ৩৭তম বিসিএস নন-ক্যাডার, ৩৮তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল, সদ্য প্রকাশিত ৩৯তম বিসিএসের ফল এবং ৪০তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা নিয়ে পিএসসির সংশ্লিষ্ট সবাই এখন ব্যস্ত সময় পার করছেন। আশা করছি সেপ্টেম্বর মাসের মধ্যেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
৪১ তম বিসিএস সার্কুলার
পিএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন সেপ্টেম্বরের মধ্যে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি এগিয়ে চলেছে। তবে খুব অল্প সময়ের মধ্যে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের চিন্তা-ভাবনা করছি। মাসখানেক আগে অবশ্য পিএসসির চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছিলেন, ৪১তম বিসিএসের চাহিদা পাওয়া গেছে। আশা করছি, জুলাইয়ের শেষে নতুবা আগস্টের মধ্যেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।
—– তারিখে ৪১ তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা যারা ৪১ তম বিসিএস সার্কুলার কবে প্রকাশ হবে, তার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন , আপনাদের জন্য সুসংবাদ এই যে ৪১ তম বিসিএস সার্কুলার আজ প্রকাশিত হলো। বিসিএস সার্কুলারটি নিচে আপনাদের সাথে শেয়ার করলাম।
৪১তম বিসিএস বিজ্ঞপ্তি ২০১৯ ডাউনলোড
নিচে বিসিএস বিজ্ঞপ্তিটি পিডিএফ আকারে দেওয়া আছে।
ফাইল এর নামঃ ৪১ তম বিসিএস সার্কুলার
ফাইল এর সাইজঃ ০.৪৭৯ এমবি
তাহলে আর দেরি না করে এখনি ডাউনলোড করে জেনে নিন ৪১ তম বিসিএস এর বিজ্ঞপ্তির আপডেট।
৪১তম বিসিএস পরীক্ষার চাহিদাপত্র অনুযায়ী কোন ক্যাডারে কত জন নিয়োগ দিবে দেখে নিন
- শিক্ষা ক্যাডারঃ ৯১৫ জন (বিসিএস শিক্ষাতে প্রভাষক ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন)
- পুলিশঃ ১০০ জন
- বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জনঃ ১১০ জন
- সহকারী ডেন্টাল সার্জনঃ ৩০ জন
- পররাষ্ট্রঃ ২৫ জন
- আনসারঃ ২৩ জন
- অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাব রক্ষকঃ ২৫ জন
- সহকারী কর কমিশনারঃ (কর) ৬০ জন
- সহকারী কমিশনারঃ (শুল্ক ও আবগারি) ২৩ জন
- সহকারী নিবন্ধকঃ ৮ জন
- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তাঃ ১২ জন
- রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলীঃ ৪ জন
- সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্টঃ ১ জন
- সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রকঃ ১ জন
- সহকারী প্রকৌশলীঃ (সিভিল) ২০ জন,
- সহকারী প্রকৌশলীঃ (যান্ত্রিক) ৩ জন নেওয়া হবে।
- তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তাঃ ২২ জন,
- সহকারী পরিচালকঃ (অনুষ্ঠান) ১১ জন,
- সহকারী বার্তা নিয়ন্ত্রকঃ ৫ জন
- সহকারী বেতার প্রকৌশলীঃ ৯ জন
- স্থানীয় সরকার বিভাগে সহকারী প্রকৌশলীঃ ৩৬ জন
- সহকারী বন সংরক্ষকঃ ২০ জন
- সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদঃ ২ জন
- বিসিএস মৎস্যঃ ১৫ জন,
- পশুসম্পদঃ ৭৬ জন
- কৃষি সম্প্রসারণ কর্মকর্তাঃ ১৮৩ জন
- বৈজ্ঞানিক কর্মকর্তাঃ ৬ জন
- বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রকঃ ৪ জন
- পরিবার পরিকল্পনা কর্মকর্তাঃ ৪ জন
- বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রকঃ ৬ জন
- ও সহকারী রক্ষণ প্রকৌশলীঃ ২ জন
- বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলীঃ (সিভিল) ৩৬ জন
- সহকারী প্রকৌশলীঃ (ই/এম) ১৫ জন।
মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এই.৪১ তম বিসিএসে নিয়োগ করা হবে।
বিসিএস পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আরো নিয়মিত আমাদের অয়েবসাইট ভিজিট করুন। পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
আপনাদের বুঝানোর জন্য ৪০ তম বিসিএস সার্কুলার ডাউনলোড লিংকটি শেয়ার করলাম।
আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন। আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে লাইক, কমেন্ট করতে নিচের লিংক গুলোতে প্রবেশ করুন।
৪১ তম বিসিএস সার্কুলারে যেকোনো পরিবর্তন হলে আমার সাথে সাথে আপডেট করব। তাই আমাদের সাথে থাকুন সবসময়।