মেনু বন্ধ করুন

বিসিএস প্রস্তুতি ৪০ তম বিসিএস বাংলা বর্ণমালার সবকিছু

বিসিএস প্রস্তুতি ৪০ তম বিসিএস বাংলা বর্ণমালা

৪০ তম বিসিএস প্রিলি পরীক্ষায় বাংলা থেকে অনেক প্রশ্ন আসবে। বাংলা বর্ণমালা থেকে বিগত সালে আসা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন, যে প্রতিটি বিসিএস প্রিলি পরীক্ষায় বাংলা বর্ণমালা থেকে একটি প্রশ্ন থাকেই।

১।। বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে ৫০টি।স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জণবর্ণ ৩৯টি।

২।। বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ রয়েছে =   ১১টি।হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি।

৩।। বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ রয়েছে =  ৩৯টি।প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি।

৪।। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রাযুক্তবর্ণ রয়েছে =   ৩২টি ।স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি।

৫।। বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রাযুক্তবর্ণ রয়েছে =   ৮টি ।স্বরবর্ণ ১টি “ঝ’ + ব্যঞ্জণবর্ণ ৭টি।

৬।। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ রয়েছে =   ১০টি। স্বরবর্ণ ৪টি + ব্যঞ্জণবর্ণ ৬টি।

৭।। বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ রয়েছে =   ১০টি (“অ” ছাড়া)। স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে ‘কার’ বলে।

৮ ।। বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ রয়েছে =   ৬টি (ম, ন, ব,য, র , ল )।

৯ ।। বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি রয়েছে =   ২৫টি (ক থেকে ম পর্যন্ত)।

১০ ।। বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয় ধ্বনি রয়েছে =   ৫টি (“ক” বর্গীয়ধ্বন।

১১ ।। বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি রয়েছে =   ৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)।

১২ ।। বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎদন্তমূলীয় ধ্বনি রয়েছে =   ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)।

১৩।। বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি রয়েছে =  ৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স,ল)।

১৪।। বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি রয়েছে =  ৫টি (“প” বর্গীয় ধ্বনি)।

১৫ ।। বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি রয়েছে =  ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)।

১৬ ।। বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি রয়েছে =  ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)।

১৭ ।। বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনি রয়েছে =   ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)।

১৮।। বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি রয়েছে =   ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)।

১৯ ।। বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিকধ্বনি  রয়েছে =   ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)।

৪০ তম বিসিএস বাংলা বর্ণমালা

২০ ।। বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি রয়েছে =  ৪টি (শ, ষ, স, হ)।

২১ ।। বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি রয়েছে =  ৪টি (ব, য, র, ল)।

২২ ।। বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি রয়েছে =  ১টি (ল)।

২৩ ।। বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি রয়েছে =  ১টি (র)।

২৪।। বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি রয়েছে =  ২টি (ড়, ঢ়)।

২৫।। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি রয়েছে =  ৩টি (ং, ঃ, ৺)।

২৬ ।। বাংলা বর্ণমালায় অযোগবাহ ধ্বনি রয়েছে =  ২টি (ং, ঃ)।

২৭।। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপকধ্বনি রয়েছে =   ২টি (ঐ, ঔ)।

২৮ ।। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি রয়েছে =  ২৫টি (২+২৩  রয়েছে =  ২৫ , এটি সর্ব সাকুল্য।তবে যে ২৩ টি যৌগিক স্বরধ্বনি রয়েছে কিন্তু তাদের পৃথক কোন বর্ণ নেই।

২৯ ।। বাংলা বর্ণমালায় খন্ড ব্যঞ্জণধ্বনি  রয়েছে =  ১টি (ৎ)।

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০১৮ পড়ে নিতে পারেন।

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০১৮ – Current Affairs October 2018

৩০ ।। বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি  রয়েছে =  ১টি(অ)।

৩১।। বাংলা বর্ণমালায় হসন্ত/হলন্ত বর্ণবলা হয় ক্, খ্, গ্ এধরণের বর্ণকে।

৩২ ।। বাংলা বর্ণমালায় অর্ধস্বর ২টি (য,ব)।

৩৩।। নাসিক্য ধ্বনি/অনুনাসিক রয়েছে =   ৮টি : ঙ ঞ ণ ন ম-এ পাঁচটি বর্ণ এবং  ং ঃ ঁ।

৩৪।। শ, ষ, স, হ-উষ্মধ্বনি বা শিশধ্বনি।

শ ষ স-তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ আর ‘হ’ ঘোষ মহাপ্রাণ ধ্বনি।

৩৫।। অল্পপ্রাণ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।

যেমন : ক, গ, চ, জ ।

৩৬ ।। মহাপ্রাণ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।

যেমন: খ, ঘ, ছ, ঝ

৩৭ ।।

* অল্পপ্রাণ স্বরর্বণ ৫টি

* মহাপ্রাণ স্বরর্বণ ৫টি

* অল্পপ্রাণ ব্যঞ্জনর্বণ ২৪টি

* মহাপ্রাণ ব্যঞ্জনর্বণ ১১টি

৩৮ ।। ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি রয়েছে =   এ্যা ( তাঁর ধ্বনি বিষয়ক বই : ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব )।

ধ্বনি ও বর্ণ – এই টপিকস থেকে ৪০ তম বিসিএস প্রশ্ন আসবেই। তাই ভালো করে দেখে রাখুন !!

বিগত বছরের বিসিএস প্রশ্নাবলি

১।। কোন দুটি অঘোষ ধ্বনি ? *(১৩তম বিসিএস )

=চ , ছ

২।। বর্ণ হচ্ছে-  *(১৪তম বিসিএস )

= ধ্বনি নির্দেশক প্রতীক

৩।। সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ? *( ১৮তম বিসিএস)

= ধ্বনিতত্ত্ব

৪।। ’হ্ম ‘ এর বিশ্লিষ্ট রুপ ।। *( ২৩তম বিসিএস )

= হ্ +ম

৫।। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ? *( ২৯তম বিসিএস )

= ১১টি

৬।। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ? *(৩২তম বিসিএস )

= ধ্বনি

৭।। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ? *( ৩০তম বিসিএস )

= চ

৮।। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত ? *( ৩৫তম বিসিএস )

=৭টি

৯ ।। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ? *( ৩৬তম বিসিএস )

= বন্+ধন্

১০ ।। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ? *( ৩৬তম বিসিএস )

= জ +ঞ

১১।। বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি ? *( ৩৬তম বিসিএস )

= ৮টি

১২ ।। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি ? *( ৩৭তম বিসিএস )

= দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

১৩।। ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি ? *( ৩৭তম বিসিএস )

= যৌগিক

যাদের যুক্তবর্ণ অর্থাৎ, “ণ ও ন এবং স,হ ও থ” সংযুক্ত বর্ণে সমস্যা হয়—পোস্টটি তাদের জন্য।

ভান্ডার(ন্+ড)নয় ;হবে ভাণ্ডার (ণ্+ড)

অর্থাৎ, ন সংযুক্ত হবে না;হবে ণ সংযুক্ত

পন্ডিত (ন্+ড)নয় ;হবে পণ্ডিত (ণ্+ড)

অর্থাৎ, ন সংযুক্ত হবে না;হবে ণ সংযুক্ত

এ রকম আরও কিছু উদাহরণ দণ্ড, প্রচণ্ড, কর্মকাণ্ড, সভামণ্ডলী,খণ্ড, কারাদণ্ড, হত্যাকাণ্ড,পণ্ড,

অবস্হা (স্+হ) নয় ;হবে অবস্থা (স্+থ)

অর্থাৎ, স এর সাথে হ সংযুক্ত হবে না;স এর সাথে থ সংযুক্ত

ব্যবস্হা (স্+হ) নয় ;হবে ব্যবস্থা (স্+থ)

অর্থাৎ, স এর সাথে হ সংযুক্ত হবে না;স এর সাথে থ সংযুক্ত হবে।

অবস্হিত (স্+হ) নয় ;হবে অবস্থিত (স্+থ)

অর্থাৎ, স এর সাথে হ সংযুক্ত হবে না;স এর সাথে থ সংযুক্ত

অবস্হা (স্+হ) নয় ;হবে অবস্থা (স্+থ)

অর্থাৎ, স এর সাথে হ সংযুক্ত হবে না;স এর সাথে থ সংযুক্ত

ব্যবস্হা (স্+হ) নয় ;হবে ব্যবস্থা (স্+থ)

অর্থাৎ, স এর সাথে হ সংযুক্ত হবে না;স এর সাথে থ সংযুক্ত হবে।।

অস্হির (স্+হ) নয় ;হবে অস্থির (স্+থ)

অর্থাৎ, স এর সাথে হ সংযুক্ত হবে না;স এর সাথে থ সংযুক্ত

ঠিক একইভাবে আরও কিছু যুক্তবর্ণ উদাহরণ

স্থানীয়, স্থান, স্থগিত, উপস্থিত, মহাস্থান, স্থাপন, অস্থির, অস্থিতিশীল, পরিস্থিতি, স্বাস্থ্য, সুস্থ, কর্মসংস্থান, মুখস্থ, কর্মস্থল, পদস্থ, বাসস্থান, সংস্থা, অবস্থান, ব্যবস্থাপনা, ব্যবস্থা ইত্যাদি।

আকাঙ্খা নয় হবে আ+কা+ঙ্ক্ষা(আকাঙ্ক্ষা)

অর্থাৎ, সংযুক্তটি হবে এভাবে ঙ্+ক্+ষ।

পূর্বাহ্ন (হ্+ন) নয়;হবে (হ্+ণ) পূর্বাহ্ণ

অর্থাৎ, যুক্ত বর্ণটি হ এর সাথে ন নয়;হবে হ এর সাথে ণ।

অপরাহ্ন (হ্+ন) নয়;হবে (হ্+ণ) অপরাহ্ণ

অর্থাৎ, যুক্ত বর্ণটি হ এর সাথে ন নয়;হবে হ এর সাথে ণ।

বহ্নি (হ্+ন)হবে; (হ্+ণ) নয়

অর্থাৎ, যুক্ত বর্ণটি হ এর সাথে ন হবে।

মধ্যাহ্ন (হ্+ন), সায়াহ্ন ( হ্+ন)

অর্থাৎ, যুক্ত বর্ণটি হ এর সাথে ন হবে।

মন্তব্য করুন