মেনু বন্ধ করুন

বিসিএস প্রিলিমিনারি প্রাথমিক প্রস্তুতি

বিসিএস প্রাথমিক প্রস্তুতি

আপনি বিসিএস প্রস্তুতি বা সামনে আসছে ৪১তম  বিসিএস প্রিলিমিনারি প্রাথমিক প্রস্তুতি সফলভাবে নিতে চাচ্ছেন, তাই না?কেননা সকলে  পড়াশোনা শেষে  এই স্বপ্নকে কেন্দ্র করে সামনে অগ্রসর হয় সে বিসিএস ক্যাডার বা  প্রথম শ্রেণীর কোন চাকরী করবে।

কিন্তু আপনি কি একবার ও লক্ষ্য করেছেন  আপনার বিসিএসের প্রস্তুতি নিতে ভুল কৌশল অবলম্বন করছেন করছেন কিনা? আপনি কি  যাচাই করেছেন  বিসিএস প্রস্তুতি গ্রহণের সঠিক পদ্ধতি কোনটি বা আপনি সেটা জানেন কিনা?আমরা আমাদের পেইজে আপনাদের সামনে আগানোর সঠিক অনুসন্ধান দেয়ার চেষ্টা করব।

বিসিএস প্রস্তুতি কিভাবে নিবেন?

আপনি কীভাবে বিসিএস প্রস্তুতি নিবেন তা জানেন না?আপনি কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত বা পড়াশোনা শেষ? বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন? আর সে কারণেই  কিভাবে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সফলভাবে, সহজে এবং কার্যকরভাবে গ্রহণ করবেন নিম্নলিখিত টিপসগুলি আপনাদের জন্য।আপনার লক্ষ্য হলো  আপনাকে বিসিএস এর প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার  কঠিন-বাধা পাস করতে হবে। তাই আপনারা বিসিএস প্রস্তুতি সম্পর্কে বেশি গুরুতর হন।

বিসিএস প্রস্তুতি

আপনি কি স্বপ্ন দেখছেন?

যদি আপনার কোনও স্বপ্ন বা লক্ষ্য না থাকে তবে আপনি কখনোই নিজের জায়গা প্রথম শ্রেণীর চাকরিজীবীদের মধ্যে করতে পারবেন না। আপনি কখনই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মতো কঠিন পরীক্ষাকে পরাস্ত করতে পারবেন না। আপনাকে বিসিএস এর বিষয়ে পড়াশোনার দিকে  গুরুতর এবং নৈমিত্তিক হতে হবে।অবশ্যই, এটি একটি বিসিএস ক্যাডার  হওয়া জন্য কঠিন যাত্রা।  আপনি যদি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার  প্রস্তুতির জন্য সঠিক কৌশল অনুসরণ করেন তবে আপনি সাফল্য লাভ করতে পারেন।

 কীভাবে শুরু করবেন জানেন?

আপনি যেভাবে বিসিএস প্রিলিমিনারি  পরীক্ষার প্রাথমিক প্রস্তুতি শুরু করতে পারেন তা হলো প্রতিদিন রুটিন অনুযায়ী পড়ার চেষ্টা করবেন।দেখা গেল যে আপনি  এমন কিছু অপ্রয়োজনীয় জিনিসগুলি সঞ্চার করেছেন যা  বিসিএস প্রস্তুতি বা কার্যকর বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি গ্রহণের জন্য কোন প্রয়োজন নেই।অস্বস্তি ও  অসহায় বোধ করবেন না। আজকে আমি কিছু কথা বলব আশা করি আপনাদের সাহায্য করবে। আমার উদাহরণ অনুসরণ করুন এবং আমি যেভাবে খুব অল্প সময়ের মধ্যে বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করেছি তা করুন:

  • আজ থেকেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে  বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করুন। মনে রাখবেন  বিসিএসের ৮০ শতাংশ কর্মকর্তা আপনার চেয়ে মেধাবী নন।
  • মনে রাখবেন  বিসিএস পরীক্ষার সাফল্য শুধুমাত্র   মেধাবী শিক্ষার্থীদের জন্য নয়। সে কারণেই আপনার সময় নষ্ট করবেন না, আজ থেকে শুরু করুন। আপনি যদি আজই  বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি শুরু করতে পারেন তবে আপনি অবশ্যই সফলভাবে বিসিএস প্রিলিমিনারীতে সাফল্য অর্জন করতে পারবেন।
  •  সহজেই অনুসরণ করতে পারবেন এমন একটি  রুটিন প্রস্তুত করুন। আপনার নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে  অবশ্যই রুটিন অনুসরণ করতে হবে।
  •  রুটিন আপনাকে অগোছালো এবং অযাচিত স্টাডি-স্ট্রেস থেকে মুক্ত করবে। কোন একটি বিষয়ের জন্য কখনই বিপুল পরিমাণ সময় বরাদ্দ করবেন না।
  • আপনার বিসিএস প্রস্তুতি নেয়া হতাশ হবে যদি না আপনি পড়াশুনার জন্য প্রয়োজনীয় বই ও রুটিনকে অনুসরণ না করেন।

বিসিএস প্রাথমিক প্রস্তুতির বই

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রাথমিক প্রস্তুতি নেয়ার জন্য কিছু বই হলোঃ

  • ‘অধ্যাপক প্রকাশনির‘ কারেন্ট অ্যাফেয়ার্স ।
  • সালাতামামি, আজকের বিশ্ব ।
  •   ওরাকল পাবলিকেশন।
  • MP3 সিরিজের বই পড়ুন।
  • ‘জেনারেল সায়েন্স এর জন্য ’ এর পাঠ্য বই পড়তে হবে।
  • ক্লাস -7 থেকে ক্লাস -9 এর ‘জেনারেল ম্যাথ’ বইটি পড়তে হবে।
  • ক্লাস -8 এর ‘ভূগোল’ এর পাঠ্য বই পড়ুন।
  • বেসিক বাংলা ব্যাকরণ সংক্রান্ত বিষয়গুলি সংশোধন করতে অবশ্যই ক্লাস -9 এর বাংলা ব্যাকরণ পাঠ্য বই পড়তে হবে।
  • ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’ সর্বশেষ সংস্করণটি কিনুন।
  • ইংরেজির জন্য কমপেটিটিভ ইংলিশ বই পড়ুন
  • সংবাদপত্র পড়ার জন্য  দুই ঘন্টা ব্যয় করুন।

আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।

ফেইসবুক

টুইটার

পিনটারেস্ট

ইন্সটাগ্রাম

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য করুন