বিসিএস প্রিলিমিনারি ইংরেজি প্রস্তুতি (গুরুত্বপূর্ণ ৭৫টি ট্রান্সলেশন) নিয়ে আলোচনা করব।প্রিলিমিনারি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন দেয়া হল।
বিসিএস প্রিলিমিনারি ইংরেজি প্রস্তুতি (গুরুত্বপূর্ণ ৭৫টি ট্রান্সলেশন)
বিসিএস প্রিলিমিনারি ইংরেজি প্রস্তুতি (গুরুত্বপূর্ণ ৭৫টি ট্রান্সলেশন) নিচে থেকে দেখে নিন।আপনাদের বিসিএস প্রস্তুতিতে কাজে আসবে।
- যার কোন গুণ নাই তার কপালে আগুন।➭ It is a pity, he is good for nothing.
- প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি।➭ Necessity is the mother of invention.
- আপন গায়ে কুকুর রাজা।➭ Every dog is a lion at home.
- নানা মুনির না …।➭ Many men, many minds.
- ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই।➭ Extravagant hopes lead to complete disappointment.
- ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়।➭ Tit for tat.
- মন্ত্রের সাধন কিংব শরীর পতন।➭ Do or die.
- বাপ কা বেট।➭ Like father, like son.
- নিজের পায়ে কুড়াল মারা ।➭ To dig one’s own grave.
- সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় ।➭ A stitch in time save nine.
- নাচতে না জানলে উঠান বাঁকা ।➭ A bad workman quarrels with his tools.
- উঠন্ত মুলো পত্তনেই চেনা যায়।➭ Morning shows the day.
- ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া ।➭ Beggars must not be choosers.
- উঠন্ত মুলো পত্তনে চেনা যায় ।➭ Morning shows the day.
- উলুবনে মুক্তো ছড়ানো ।➭ Pearls before swine.
- চোরে চোরে মাসতুত ভাই ।➭ Birds of a feather flock together.
- টাকায় টাকা আনে ।➭ Money begets money.
- ঠাকুর ঘরে কেরে, আমি কলা খাই না ।➭ A guilty mind is always suspicious.
- অসারের তর্জন গর্জনই সার ।➭ Empty vessels sound much.
- আয় বুঝে ব্যয় কর ।➭ Cut your coat according to your cloth.
- আসলের চেয়ে সুদ মিষ্টি ।➭ Interest is sweeter than principal.
- যেমন কর্ম তেমন ফল।➭ As you sow, so you reap.
- সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ।➭ Honesty is the best policy
- গাছে কাঁঠাল গোঁফে তেল।➭ To count one’s chickens before they are hatched
- উৎপাতের কড়ি চিৎপাতে যায় ।➭ Ill got, ill spent.
- অতি ভক্তি চোরের লক্ষণ।➭ Too much courtesy, too much craft.
- অভাবে স্বভাব নষ্ট।➭ Necessity knows no law
- অতি দর্পে হত লংকা➭ Pride goes before its fall.
- আপনি বাঁচলে বাপের নাম➭ Self preservation is the first law of nature.
- অহিংসা পরম ধর্ম➭ Non-violence is a supreme virtue.
বিসিএস প্রিলিমিনারি ইংরেজি প্রস্তুতি
বিসিএস প্রিলিমিনারি ইংরেজি প্রস্তুতি (গুরুত্বপূর্ণ ৭৫টি ট্রান্সলেশন)
- একবার না পারিলে দেখ শতবার।➭ If at first try you don’t succeed, try, try again!
- কত হাতি গেল তল, মশা বলে কত জল।➭ Fools rush in where angels fear to tread.
- মরা হাতি লাখ টাকা।➭ The very ruins of greatness are great.
- জলে কুমির ডাঙায় বাঘ।➭ Between the devil and the deep sea.
- মশা মারতে কামান দাগা।➭ To break a butterfly on a wheel.
- দুধ কলা দিয়ে কালসাপ পোষা।➭ To cherish a serpent in one’s bosom.
- গেঁয়ো যোগী ভিখ পায় না।➭ A prophet is not honored in his own country.
- অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয়।➭ Even death is preferable to bondage.
- সে হাড়ে হাড়ে দুষ্ট।➭ He is wicked to the backbone.
- ভাই ভাই ঠাঁই ঠাঁই।➭ Brothers will part.
- এক মাঘে শীত যায় না।➭ One swallow does not make a summer.
- কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে।➭ Being unnecessarily flashy is pointless
- কাঁটা দিয়ে কাঁটা তোলা।➭ Using a thorn to remove a thorn.
- সব ভাল তার শেষ ভাল যার।➭ All’s well that ends well.
- দশের লার্ঠি একের বোঝা।➭ Many a little makes a mickle.
- বিপদ কখনো একা আসে না।➭ Misfortune never comes alone.
- নাই মামার চেয়ে কানা মামা ভাল।➭ Something is better than nothing.
- কান টানলে মাথা আসে।➭ Given the one, the other will follow.
- অতি চালাকের গলায় দড়ি।➭ Too much cunning over reaches itself.
- অতি লোভে তাতি নষ্ট।➭ Grasp all,lose all.
- ভাবিয়া করিও কাজ।➭ Look before you leap
- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।➭ Too many cooks spoil the broth
- কারও পৌষ মাস, কারও সর্বনাশ।➭ One’s harvest month, is another’s complete devastation.
- বিপদ কখনও একা আসে না।➭ Misfortune never comes alone.
- কুকুরের পেটে ঘি মজে না।➭ Habit is the second nature.
- কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস।➭ It is hard to sit at Rome and strike with the Pope.
- ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়।➭ Constant dripping wears out the stone.
- ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।➭ A burnt child dreads the fire.
- গাইতে গাইতে গায়েন।➭ Practice makes a man perfect.
আমাদের সোশাল মিডিয়াগুলোতে লাইক,কমেন্ট ,শেয়ার করুন।ধন্যবাদ।