বাংলা ২য় পত্র -এইচএসসি সাজেশন ২০২০ শিক্ষার্থী বন্ধুরা আজকে বাংলা ২য় পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি।আগেই বলেছি সাজেশন থেকে ১০০% কমন হবে সেটা সিউর করে বলব না।তবে সাজেশনটা পড়ে গেলে ১০০% তোমাদের পরীক্ষা ভাল হবে।
বাংলা ২য় পত্র -এইচএসসি সাজেশন ২০২০
আজকে তোমাদের বাংলা ২য় পত্রের উপর ছোট সাজেশন দিব।নিচে দেখে নাও-
ব্যাকরণ (৬টি)
১। বাংলা উচ্চারণের নিয়ম
- ৫ টি শব্দের সঠিক উচ্চারণ লিখ বাংলা ভাষায় বহুল ব্যবহৃত হয়েছে
- বাংলা উচ্চারণের যে কোন ৫ টি নিয়ম
- এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম -উদাহরণসহ
২।বাংলা বানানের নিয়ম
- বাংলা একাডেমি প্রমিত আধুনিক বাংলা বানানের ৫ টি নিয়ম উদাহরণসহ লিখ
- ৫ টি শব্দের শুদ্ধ বানান লিখ
- বাংলা বানানের ই কার / উ কার এর ৫ টি নিয়ম লিখ উদাহরণসহ লিখ
৩।ব্যাকরণিক শব্দশ্রেণি
- বিশেষ্য ও বিশেষণ পদ কাকে বলে ? উদাহরণসহ প্রকারভেদ লিখ/
- অনুচ্ছেদ থেকে ৫টি বিশেষ্য/ বিশেষণ পদ বের কর? পদ গুলো দিয়ে বাক্য প্রয়োগ দেখাও?
- ক্রিয়াপদ কাকে বলে?উদাহরণসহ ক্রিয়া বিশেষণ এর প্রকারভেদ আলোচনা কর?
- ব্যাকরণিক শব্দশ্রেণি কি? এর উদাহরণসহ আলোচনা কর?
৪।শব্দগঠন
- ব্যাসবাক্যসহ কতিপয় সমাস নির্ণয় কর?
- শব্দগঠন কাকে বলে? কি কি উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠন হয় আলোচনা কর।
- উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে -আলোচনা কর
- প্রত্যয়ের নাম সহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর
৫।বাক্য ও বাক্যতত্ত্ব
- বাক্য কাকে বলে?একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন আলোচনা কর।
- বাক্যান্তর কী? প্রশ্নের মির্দেশনা অনুযায়ী বাক্যান্তর কর?
- অর্থ ও গঠন অনুযায়ী বাক্যেরপ্রকারভেদ আলোচনা কর?
৬।অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
- প্রশ্নে উল্লেখিত বাক্য শুদ্ধ করে লিখ?
- প্রশ্নে উল্লেখিত শব্দ শুদ্ধ করে লিখ?
- ুঅনুচ্ছেদের অপপ্রয়োগ গুলো শুদ্ধ কর?
সারাংশ – সারমর্ম / ভাবসম্প্রসারণ (১টি)
সারাংশ
- কোন সভ্য দুনিয়া—————–আবশ্যকতা নেই।
- প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকিলে—————-হবে না
- শ্রমকে শ্রদ্ধার সাথে———সংসার কর্মক্ষেত্র
- মানুষের মূল্য——–নেই
- আজকের দুনিয়াটা ——খুজলেই নয়
- তুমি জীবনকে স্বার্থক——–হইয়া উঠিবে
সারমর্ম
- ক্ষমা জেথা ক্ষীণ———
- বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে———–
- তরুতলে বসে পান্থ——-তরুর মতন
- এসেছে নতুন শিশু——–
- কোথায় স্বর্গ কোথায় নরক
- স্বাধীনতার স্পর্শমনি———
ভাবসম্প্রসারণ
- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন
- অন্যায় যে করে আর অন্য্যায় যে সহে——
- দন্ডিতের সাথে দন্ডদাতা কাদে—-
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
- প্রাণ থাকলে প্রাণী হয়——-
- আপনারে লয়ে বিব্রত রহিতে—–
- স্বদেশের উপকারে নাই জার মন—-
- দুর্জন বিদ্বান হলেও———
- রাত জত গভীর হয় প্রভাত——-
- সংসার সাগরে ———আশা তার একমাত্র ভেলা
সংলাপ বা ক্ষুদে গল্প লিখন (১ টি)
সংলাপ
- সামাজিক অবক্ষয় বা ইভটিজিং নিয়ে ছাত্র শিক্ষকের মধ্যে সংলাপ
- দুই বন্ধুর মধ্যে মাদকাসক্তি ও ধূমপানের ক্ষতিকর প্রভাব বিয়ে সংলাপ
- শিক্ষাসফর বা বইমেলা নিয়ে বন্ধুর সাথে।
- দ্রব্যমূল্যের ক্রমবৃদ্ধি নিয়ে।
- জীবনের লক্ষ্য নিয়ে সংলাপ
- সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে বন্ধুর সাথে সংলাপ
- ক্রিকেটে বাংলাদেশের সাফল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ
- পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংলাপ বন্ধুর সাথে।
ক্ষুদে গল্প লিখন
- সততার পুরস্কার
- ডিজিটাল বাংলাদেশ
- স্মরণীয় যারা চিরদিন
- একজন মুক্তিযোদ্ধা
- একতাই বল
- বিপদে বন্ধুর পরিচয়
- বিজয় দিবস
- ২১ শে ফ্রব্রুয়ারী
- দেশত্ববোধ
রচনা
- মুক্তিযুদ্ধ
- মানবকল্যাণে বিজ্ঞান/ডিজিটাল বাংলাদেশ
- কম্পিউটার
- দেশপ্রেম
- মাতৃভাষা দিবস
এই ছিল তোমাদের জন্য ছোট সাজেশন।রচনার পয়েন্ট বেশি দেয়ার চেষ্টা করবে।
যদি কোন প্রশ্ন বা কোন কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানাবে।আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর সাথে কানেক্টেড থাকবে।লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবে।