দৈনন্দিন জীবনে ইসলাম বই PDF- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
দৈনন্দিন জীবনে ইসলাম বই PDF- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ।দৈনন্দিন জীবনে ইসলাম বই PDF- ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি সকলের নানাভাবে কাজে লাগবে। ইসলামে বিভিন্ন বিষয় সম্পর্কে মাসয়ালা-মাসায়েল সম্পর্কে ধারণা লাভ করা যাবে।
কিতাবটির সম্পাদনা পরিষদ ও লেখকমন্ডলী সম্পর্কে জেনে নেয়া যাক।
দৈনন্দিন জীবনে ইসলাম কিতাবের বিষয়বস্তুঃ
কিতাবে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলোর মধ্যে থেকে কিছু বিষয় উল্লেখ করা হলো-
- ইসলাম পুর্ণাঙ্গ জীবন বিধান,
- শিশু-কিশোর পরিচর্যায় ইসলাম,
- ইলম
- তাহারাত
- সালাত,
- সাওম,
- যাকাত,
- হজ্ব,
- পারিবারিক জীবন,
- অসিয়্যাত,
- ওয়াকফ ও মীরাস,
- ইহসান ও আখলাক
- সামাজিক জীবন,
- ইসলামী অর্থনীতি,
- রাষ্ট্রীয় জীবন,
- মু’আমালাত-লেনদেন
দৈনন্দিন জীবনে ইসলাম কিতাবটির সম্পাদনা পরিষদ
দৈনন্দিন জীবনে ইসলাম বই PDF- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ।দৈনন্দিন জীবনে ইসলাম কিতাবটির সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ হলেন-
- চেয়ারম্যানঃ অধ্যাপক মাওলানা আবদুল মান্নান
- সদস্যঃ মাওলানা এ.কে.এম. আবদুস সালাম
- সদস্যঃ ড.মাওলানা এ.বি.এম.হাবিবুর রহমান চৌধুরী
- সদস্যঃ মাওলানা রিজাউল করিম ইসলামাবাদী
- সদস্যঃ মাওলানা মুহাম্মদ ইসহাক ফরিদী
- সদস্যঃ মাওলানা শায়খ মুহাম্মদ আবদুর রহিম
- সদস্য সচিবঃ মাওলানা মুহাম্মদ মুফাজ্জল হুসাইন খান
লেখকগণঃ
১৭ জন বিশিষ্ট লেখক কিতাবটি রচনা করেন।
- মাওলানা মুহাম্মদ ইসহাক ফরিদী
- মাওলানা মুহাম্মদ সাইদুল হক
- মাওলানা ফয়সল আহমদ জালালী
- মাওলানা আবু মূসা
- মাওলানা আনওয়ারুল সালাম
- ড.মাওলানা আ.ফ.ম. আবু বকর সিদ্দীক
- ড.মাওলানা মুহাম্মদ শফিকুল্লাহ
- মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী
- মুহাম্মদ আজিজুল হক
- মাওলানা আবদুল ওয়াহিদ
- মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন
- মাওলানা আ.ব.ম.সাইফুল ইসলাম
- মাওলানা মাহবুবুল হাসান
- মুহাম্মদ রজব আলী
- ডা.আবু ওবায়েদ মোহসীন
- মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন
- মাওলানা মুহাম্মদ মুসা,
এছাড়াও আরো বিষয়ে মূল্যবান ও অতি প্রয়োজনীয় কিতাব। যা আমাদের প্রত্যেক মুসলমান নর-নারীর ঘরে থাকা আবশ্যকীয়।
মানুষের প্রাত্যহিক প্রতিটি পদক্ষেপে রয়েছে ইসলামের দিক-নির্দেশনা ও অনুশাসন। জন্ম থেকে মরণ পর্যন্ত। আনুষ্ঠানিক সকল ইবাদতের ্বিস্তারিত আলোচনা রয়েছে কিতাবে।আমাদের প্রত্যহ জীবনের কার্যক্রমের সুবিন্যস্ত ও পরিশীলিত নির্দেশনা রয়েছে ।
আমাদের সোশাল মিডিয়াগুলোতে লাইক,কমেন্ট এবং শেয়ার করুন।ধন্যবাদ সবাইকে।
প্রতিদিনের আপডেট চাকরির খবর জানতে আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ।